সর্বশেষ

Wednesday, August 27, 2025

মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের

মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, গত মে মাসে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত–পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল, তা শুধুমাত্র তার ফোনকলের মাধ্যমেই থেমেছিল।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ভারত–পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদিকে ফোন করি। তাকে জিজ্ঞেস করি, পাকিস্তানের সঙ্গে কী চলছে? আমি তাকে একজন অত্যন্ত ভয়ংকর মানুষ মনে করি। ফোনকলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরোনো—শত শত বছরের শত্রুতার মতো।’ ট্রাম্প আরও জানান, সেই ফোনকলে তিনি মোদিকে সতর্ক করেছিলেন—‘আমি বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যচুক্তি করতে চাই না। যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায়, তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে। আমি আরও বলেছিলাম, আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত থামান না—তাহলে শুধু বাণিজ্যচুক্তিই বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে।’ উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এরপর ৪ মে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’, যেখানে লস্কর-ই-তইয়বা (লেট) এবং জইশ-ই মোহাম্মদ (জেম)-এর ৭০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান সেনাবাহিনী ৭ মে শুরু করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। পাকিস্তানের দাবি, এই অভিযানে ভারতে ৩১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। টানা পাঁচ দিন সংঘাত চলার পর ৯ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসলামাবাদ এ জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি সেই দাবি মানেনি। সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে দিল্লির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও খারাপ হয়েছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আজ বুধবার থেকে কার্যকর হয়েছে।
ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড, সহযোগীর কারাদণ্ড

ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড, সহযোগীর কারাদণ্ড

বরগুনায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় খান (২০), বরগুনা জেলার আমতলী উপজেলার পূঁজাখোলা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে। তার সহযোগী আসামি জাহিদুল ইসলামকে (১৯) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু। জানা গেছে, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা আমতলী থানায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়ে ৫ ফেব্রুয়ারি সকালে পাশের বাড়ির খেতে শাক তুলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। দুপুর পর্যন্ত না ফেরায় তার বাবা-মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং পরের দিন থানায় সাধারণ ডায়েরি করেন। ভিকটিমের ভাই ইমরান তার বাবাকে জানায়, অজ্ঞাতনামা একজন তার ফোনে মেসেজ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বাদী পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ৭ ফেব্রুয়ারি প্রধান আসামি হৃদয় খানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে হৃদয় জানায়, মুক্তিপণের জন্য মেয়েটিকে অপহরণ করা হয়। মুক্তিপণ না পেয়ে আমতলীর নূর মোহাম্মাদ খানের বাড়ির সামনে হোগলাপাতার মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের কথা ফাঁস হয়ে যেতে পারে এই আশঙ্কায় হৃদয় তার হিজাব দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। ৮ ফেব্রুয়ারি আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের কাছে হৃদয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে। ভিকটিমের বাবা বলেন, “আসামি হৃদয় আমার নাবালিকা মেয়েকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। না পেয়ে ধর্ষণ ও হত্যা করে লাশ হোগলাপাতার মধ্যে লুকিয়ে রাখে। আমি ন্যায় বিচার পেয়েছি।” আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াসি মতিন বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত নেই। এ রায়ের বিরুদ্ধে তার মক্কেল উচ্চ আদালতে আপিল করবেন। বিশেষ পিপি রনজুয়ারা সিপু বলেন, “১২ বছরের একটি মেয়েকে অপহরণ, ধর্ষণ ও লাশ গোপন করা একটি জঘন্য অপরাধ। এ রায়ের খবর সবার কাছে পৌঁছলে অপরাধ কমবে।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির

নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে। বুধবার (২৭ আগস্ট, ২০২৫) এই অনুমোদন দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার রোডম্যাপটি প্রকাশিত হতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ নিউইয়র্ক, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির শুনানি সম্পন্ন হয়েছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সচিব এবং দাবি-আপত্তি উত্থাপনকারীরা অংশ নিয়েছেন। পাঁচটি অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের ২৬২টি দাবি-আপত্তির শুনানি পরিচালনা করেছে নির্বাচন কমিশন। শেষ দিনের শুনানিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর অঞ্চলের আসনগুলোর বিষয়ে আলোচনা হয়েছে।
ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫: তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে ইন্টরকন্টিনেন্টাল মোড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের আউট গেটে অবস্থান নেন। অন্যদিকে, পুলিশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয়। এর আগে, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে বেলা ১১টায় শাহবাগ দখল করেন প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানেগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহারের অনুমতি দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত করা, এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়া।
মিরপুরে চীনা নাগরিকের ওয়ালেট চুরি: ৩০০ ডলারসহ যুবক গ্রেপ্তার

মিরপুরে চীনা নাগরিকের ওয়ালেট চুরি: ৩০০ ডলারসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় মো. অন্তু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অন্তুর কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় সাব্বির (১৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্তুকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, গত ১৭ আগস্ট সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাচ্ছিলেন এক চীনা পর্যটক। এ সময় তাঁর ওয়ালেট চুরি হয়। ওয়ালেটে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার এবং একটি ব্যাংক কার্ড। এই ঘটনায় চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুল মিরপুর মডেল থানায় মামলা করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। ওসি সাজ্জাদ রোমন আরও বলেন, গত ২১ আগস্ট রাজধানীর রূপনগর চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চুরির ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। বুধবার সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে অন্তুকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে চুরির ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বির ও অন্তুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য সরকার আট সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন- শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

কমিটি বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের দাবিগুলো যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ পেশ করবে। এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভে নামেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ২টার দিকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যমুনা ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। উত্তপ্ত পরিস্থিতির কারণে শাহবাগ এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

Tuesday, August 26, 2025

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ চত্বর অবরোধ, তিন দফা দাবি

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ চত্বর অবরোধ, তিন দফা দাবি

ঢাকা, ২৬ আগস্ট ২০২৫: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগ চত্বর অবরোধ করেছে। বিকেল ৩:৪৫ মিনিটের দিকে শুরু হওয়া এই অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, বলেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

শিক্ষার্থীরা তাদের "ইঞ্জিনিয়ারদের অবরোধ" কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে চত্বরটি দখল করে। এর আগে তারা একই দাবিতে ক্লাস ও পরীক্ষা বয়কট করেছিল। সাংবাদিকদের তথ্যমতে, বিকেল ৫:১০ পর্যন্ত এই অবরোধ চলছিল। **শিক্ষার্থীদের দাবিগুলো হলো:** ১. ৯ম গ্রেডের (সহকারী প্রকৌশলী বা সমমানের) পদে নিয়োগ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি। ২. কোটার মাধ্যমে বা ভিন্ন পদবি সৃষ্টি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। ৩. ১০ম গ্রেডের (সাব-সহকারী প্রকৌশলী বা সমমানের) পদে ডিপ্লোমা ধারীদের জন্য ১০০% কোটা বাতিল করতে হবে। ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকলেও বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে। এছাড়া, প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি ছাড়া "ইঞ্জিনিয়ার" উপাধি ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।