সর্বশেষ

Thursday, May 29, 2025

সব মামলায় তারেক রহমানের খালাস: ইউট্যাবের সন্তুষ্টি প্রকাশ

সব মামলায় তারেক রহমানের খালাস: ইউট্যাবের সন্তুষ্টি প্রকাশ

ঢাকা, ২৯ মে ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় খালাস পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বুধবার (২৮ মে) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এই সন্তুষ্টি জানান।

বিবৃতিতে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ২৮ মে হাইকোর্টে খালাস পেয়েছেন। হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেন। ইউট্যাবের নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল।
ইউট্যাবের শীর্ষ নেতারা জানান, তারেক রহমানের সকল মামলায় খালাস পাওয়ায় শিক্ষক সমাজ অত্যন্ত আনন্দিত। তারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে জনগণের সেবায় নিজেকে পুনরায় নিয়োজিত করবেন
এ.আই/এম.আর
নাটোরে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য আটক, কণ্ঠ পরিবর্তনের ডিভাইস উদ্ধার

নাটোরে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য আটক, কণ্ঠ পরিবর্তনের ডিভাইস উদ্ধার

নাটোর, ২৯ মে ২০২৫: নাটোরের লালপুরে মোবাইল অ্যাপ ইমো হ্যাকিংয়ে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৮ মে) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিলমাড়িয়ার বাসিন্দা মো. বায়েজিদ, লতিফ, রাজু, সোহান ও শান্ত। সেনাবাহিনীর সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ইমোসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করে প্রবাসীদের লক্ষ্য করে ছল-চাতুরীর মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিলমাড়িয়ার পানশি এলাকার একাধিক বাসায় অভিযান চালিয়ে এই হ্যাকারদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৭০টির বেশি সিম কার্ড, ২২টি মোবাইল ফোন, ৪০ পিস ইয়াবা, গাঁজা এবং কণ্ঠ পরিবর্তনের একটি ডিভাইস উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঢাকা পোস্টকে জানান, সেনাবাহিনী আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। আটকদের কাছ থেকে মাদকও পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ.আই/এম.আর
সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকা, ২৯ মে ২০২৫, : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রিপনুল হাসানের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা এই গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাজুসের এই পদক্ষেপ দেশের জুয়েলারি শিল্পে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ আইএ
ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু ডাকাতি

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু ডাকাতি

ঈশ্বরদী (পাবনা), ২৯ মে ২০২৫: পাবনার ঈশ্বরদীর মহাসড়কে সশস্ত্র ডাকাতদল ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) ভোর সাড়ে চারটার দিকে মুলাডুলি রেলগেট থেকে দাশুড়িয়া হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতরা গরুর মালিক ও ট্রাক চালককে হাত-পা বেঁধে রাজশাহীর একটি আমবাগানে রেখে পালিয়ে যায়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর থেকে ১৭টি গরু বোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। মুলাডুলি রেলগেট অতিক্রমের পর ১২-১৫ জনের সশস্ত্র ডাকাতদল একটি ট্রাক ও পিকআপ ব্যবহার করে গরুবোঝাই ট্রাকটিকে অবরোধ করে। তারা ট্রাকটিকে কাঁচা রাস্তায় নামিয়ে গরুর মালিক জিয়া হোসেন ও চালক নাহিদকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে পিকআপে তুলে রাজশাহীর দিকে রওনা হয়। অপর গ্রুপ ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ার দিকে পালায়।
ডাকাতরা জিয়া ও নাহিদকে রাজশাহীর চারঘাট এলাকার একটি আমবাগানে বেঁধে রেখে চলে যায়। স্থানীয়রা সকালে তাদের উদ্ধার করে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগীরা ঈশ্বরদী থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। বিকালে কুষ্টিয়া থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়, তবে গরুগুলো উদ্ধার হয়নি।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৯৯৯-এ কল পাওয়ার পর সকালে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। বিকালে কুষ্টিয়া থেকে খালি ট্রাক উদ্ধার হয়েছে। অভিযান চলমান রয়েছে।”
পুলিশ ডাকাতদের ধরতে ও গরু উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে।

এ.আই/এম.আর

পাকিস্তানের কাছে ৩৭ রানে হারলো বাংলাদেশ

পাকিস্তানের কাছে ৩৭ রানে হারলো বাংলাদেশ

ঢাকা, ২৯ মে ২০২৫ : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭ রানের ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের মাটিতে নতুন মিশনে নেমে প্রথম ম্যাচেই হোঁচট খেলো লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।  

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৪ রানে। পাক পেসার হাসান আলির দুর্দান্ত বোলিংয়ে (৫ উইকেট) ২০ ওভার পূর্ণ করার আগেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। লিটন দাসের ৪৮, জাকের আলি অনিকের ৩৬ এবং তানজিদ তামিমের ৩১ রান হারের ব্যবধান কিছুটা কমালেও জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ইনিংসের শুরুতে ওপেনার পারভেজ ইমন মাত্র ৪ রানে ফিরে যান। তাওহীদ হ্রদয় ক্রিজে থিতু হলেও টি-টোয়েন্টি ধাঁচের ব্যাটিং করতে ব্যর্থ হন। শামীম পাটোয়ারী ও রিশাদ হোসেনও রানের দেখা পাননি। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৬৪ রানে।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। সালমান আলি আগার ৩৪ বলে ৫৬ এবং হাসান নাওয়াজের ৩২ বলে ৫৪ রানের ইনিংসে ভর করে দুইশ ছাড়ানো স্কোর গড়ে পাকিস্তান। শেষ দিকে শাদাব খানের ঝোড়ো ব্যাটিং তাদের সংগ্রহকে আরও শক্তিশালী করে।
বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম দুটি উইকেট নিয়ে সেরা পারফরমার ছিলেন। তিনি পাকিস্তানের দুই ওপেনারকে মাত্র ৫ রানে ফিরিয়ে ম্যাচের শুরুতে নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন। তবে সালমান ও নাওয়াজের ৪৮ রানের জুটি পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। রিশাদ হোসেন, শেখ মেহেদি, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ প্রত্যেকে একটি করে উইকেট নেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর এবং সিরিজ সমতায় ফেরার।

এ.আই/এম.আর
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

ঢাকা, ২৯ মে, ২০২৫ : রাজধানীর পুরানো পল্টন এলাকায় চাঁদাবাজির অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী লিটনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও অপহরণের মামলা রয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে পুরানো পল্টনের নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত কয়েক মাস ধরে গুলিস্তান সেনা ক্যাম্পে সাধারণ নাগরিকদের কাছ থেকে লিটনের বিরুদ্ধে অভিযোগ আসছিল। তারা জানান, লিটন ও তার সহযোগীরা পুরানো পল্টন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত এবং টাকা না দিলে অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিত। এছাড়া, গত বছরের ২৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও অপহরণের একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় পুলিশ অপহৃত ব্যক্তি ও অস্ত্র উদ্ধার করলেও লিটন পালিয়ে যায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী লিটনের গতিবিধি নজরদারি করে এবং তাকে শনাক্ত করে। বুধবার রাতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১১ বীর (মেক)-এর একটি বিশেষ টহল দল পুরানো পল্টনের নিউ বন্ধু হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় লিটনকে হোটেলের একটি কক্ষে অবস্থানরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ টাকা এবং ১১০০ মার্কিন ডলার জব্দ করা হয়।
পরবর্তীতে লিটনকে আইনানুগ প্রক্রিয়া মেনে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
এ.আই/এম.আর

Wednesday, May 28, 2025

রাসেল ভাইপার’ সাপের কামড়ে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে

রাসেল ভাইপার’ সাপের কামড়ে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে

কুষ্টিয়া, ২৮ মে ২০১৫ : কুষ্টিয়ায় বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) জেলার দৌলতপুর উপজেলার গোবরগাড়া এলাকা এবং কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার গোবরগাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু (৩৫) এবং কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকার মৃত করিম প্রামানিকের ছেলে কামরুজ্জামান (৫০)।
চিকিৎসকরা জানিয়েছেন, রাসেল ভাইপার নামক বিষধর সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে।

দৌলতপুর উপজেলার গোবরগাড়া এলাকার কালুর চাচাতো ভাই রিয়াজুল জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গেলে কালুকে সাপে কামড় দেয়। ওই রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বুধবার ভোর পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকার কামরুজ্জামানের পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল এগারোটার দিকে বাড়ির পাশে কলাবাগানে কাজ করতে গেলে তাকে রাসেল ভাইপার সাপে কামড় দেয়। প্রথমে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ঈমাম বলেন, সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনকেই বিষধর রাসেল ভাইপার সাপে কামড়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এ.আই/এম.আর