সর্বশেষ

Sunday, September 28, 2025

দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের তাগিদ সিপিডির

দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের তাগিদ সিপিডির

 


অর্থনীতি চাঙা করতে চাইলে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

শনিবার, (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএফডিসিতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক একীভূত নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, অর্থনীতি ও রাজনীতি একে অপরের পরিপূরক। দুর্বল শাসনব্যবস্থার মধ্যে দিয়ে শক্তিশালী অর্থনীতি পরিচালনা সম্ভব নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সুষ্ঠু অর্থনীতি গড়া যায় না। স্বল্প মেয়াদি সরকার দীর্ঘদিন চলা অর্থনীতির জন্য ক্ষতিকর; এতে বিনিয়োগ ও কর্মসংস্থানে বাধা তৈরি হয়। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সরকার অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

ফাহমিদা খাতুন আরও বলেন, গত এক বছরে অর্থনীতির কিছু সূচক ধরে রাখা গেলেও সার্বিক সংকট কাটেনি, দারিদ্র্যও কমছে না। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাংকিং খাতে সুশাসনের অভাব ছিল। রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের তুলনায় বেশি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছিল, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। ব্যাংকগুলোকে সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ নিয়েছে, তা জটিল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি হয়েছে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে আর্থিকখাতের মাফিয়াদের অনৈতিক সুবিধা দিয়েছিল। তখন দেশে ছিল মাফিয়া ইকোনমির শাসন। চোখের সামনে ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ভালো ব্যাংক লুণ্ঠিত হয়েছে। আর্থিকখাতের মাফিয়ারা এসব ব্যাংকের আমানতকারীদের টাকা কেবল আত্মসাতই করেনি, বিদেশেও পাচার করেছে। এর ফলে ব্যাংক গ্রাহকরা উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কে রয়েছে। কখন তারা তাদের আমানতের টাকা ফেরত পাবেন তা এখনো অনিশ্চিত। অনেক আমানতকারী ব্যাংকে গচ্ছিত টাকা চিকিৎসার খরচ মেটানোর জন্যও তুলতে পারছে না। এর মধ্যে অনেকে আবার মৃত্যুবরণও করেছে। আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দেয়া ব্যাংকগুলোর মালিকরা কেবল অর্থ আত্মসাতই করেনি, ব্যাংকের স্থাবর—অস্থাবরসহ সবকিছু লুট করে নিয়ে গেছে। বর্তমানে যে ৬ থেকে ৭ লাখ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে তা আদায় করা যাচ্ছে না। আর্থিকখাতের মাফিয়ারা যেসব সম্পত্তি মর্টগেজ রেখে ঋণ নিয়েছিল সম্পত্তিগুলো ঝামেলাপূর্ণ ও নিষ্কণ্টক না হওয়ায় নিলামে তুলে বিক্রি করা সম্ভব হচ্ছে না। আবার অনেক সময় এসব সম্পত্তি প্রভাবশালীদের হওয়ায় কেউ কিনতে আগ্রহ দেখাচ্ছে না।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “ব্যাংক একীভূতকরণ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে” শীর্ষক ছায়া সংসদে সাউথইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার বিতার্কিকগণ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সিনিয়ার সাংবাদিক মাঈনুল আলম, প্রফেশনাল একাউন্টেন্ট আবুল বশির খান, সাংবাদিক মো: আলমগীর হোসেন ও সাংবাদিক রেফায়েত উল্লাহ মীরধা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


Friday, September 26, 2025

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত

ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে সম্প্রতি একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের কোটা ব্যবস্থার আওতায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারটি ২৪ সেপ্টেম্বর রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা রাশিয়ার উচ্চ ও অতিরিক্ত পেশাগত শিক্ষা কর্মসূচিতে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন ও কাগজপত্র জমাদানের পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা পান।

আলোচনায় রাশিয়ার দীর্ঘদিনের শিক্ষা-সহযোগিতা এবং হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর রাশিয়ায় শিক্ষাগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরা হয়। ড. মাহামুদুল হাসান, এন.এন. ব্লোখিন অনকোলজি সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী, তার রাশিয়ায় শিক্ষাজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন।

বর্তমানে রাশিয়ায় ৭৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং ৬৫০টি বিশেষায়িত বিষয় রয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় ২০০টি সরকারি কোটা বরাদ্দ করা হয়েছে, যার আবেদন জানুয়ারি পর্যন্ত চলবে।

সেমিনারে রুশ ভাষা শেখার সুযোগ, রাশিয়ান হাউসের কার্যক্রম এবং আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কেও আলোচনা হয়।

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হয়েছে: হাসান আহমেদ চৌধুরী কিরণ

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হয়েছে: হাসান আহমেদ চৌধুরী কিরণ

সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। তবে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বাংলাদেশ হিসেবে জাতি হিসেবে কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। পরিবেশ সুরক্ষা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৯তম। বায়ুদূষণের দিক থেকেও বিশ্বের ১২০০ শহরের মধ্যে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে উন্নয়নের নামে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।


তিনি বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এছাড়া মাতারবাড়ি, বড়পুকুরিয়া ও পায়রার মতো কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় না নিয়ে নির্মাণ করা হয়েছে। পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন টেকসই নয়। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) তেজগাঁওয়ে ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী সরকার জলবায়ু তহবিলের অর্থ অপ্রয়োজনীয় খাতে ব্যয় করেছে। এর মধ্যে রয়েছে সড়কে বাতি স্থাপন, বাস টার্মিনাল নির্মাণ, রাস্তাঘাট মেরামত, কলেজ ভবন তৈরি, পুকুরের ঘাট নির্মাণ, পার্ক তৈরি, জলবদ্ধতা নিরসন ও অবকাঠামো নির্মাণ। এসব কাজের জলবায়ু পরিবর্তন মোকাবেলার সঙ্গে তেমন কোনো সম্পর্ক ছিল না।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, পরিবেশ রক্ষার শিক্ষা পরিবার থেকেই শুরু হওয়া উচিত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শৈশব থেকে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। দূষণের কারণে আমরা ক্রমশ জর্জরিত হচ্ছি। গত ৫৪ বছরে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। একদিকে আমরা জলবায়ুর ঝুঁকিতে রয়েছি, অন্যদিকে জলবায়ু ঋণের বোঝা বহন করছি। তরুণরা ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালে গণতন্ত্রের জন্য যেভাবে ভূমিকা রেখেছে, তেমনি পরিবেশ রক্ষায়ও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংলাপে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ড. এস এম মোর্শেদ। সংলাপে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইডেন মহিলা কলেজ এবং তেজগাঁও কলেজের বিতার্কিকরা অংশ নেন।

Saturday, September 20, 2025

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামীলীগ ফিরে আসবে: মান্না

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামীলীগ ফিরে আসবে: মান্না

 



আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোট হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।


শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব শীর্ষক ছায়া সংসদে এ কথা বলেন তিনি

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনে প্রতীক ব্যাপারটা ভাইটাল কিন্তু ডোমেনেটিং নয়। আগামী ৫ মাসে রাজনীতিতে আরো অনেক কিছুই ঘটবে, যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজ নয়, মাথা। ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। তবে এ সব নির্বাচনের ফল জাতীয় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্যের একটা সিলভার লাইন তৈরি হয়েছে। আশা করি এটি বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট ছোট দলগুলোর একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা ইতিবাচক। নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সেটা সমর্থন করবো। তবে জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের একজন সদস্যের অন্তর্ভুক্তি সমর্থনযোগ্য নয়।


ছায়া সংসদে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত। তারা এখন গণধিকৃত। নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তাই বর্তমান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমি আশা করি ডাকসু—জাকসু নির্বাচনের মতো নিঃসংকোচে ফেব্রুয়ারির নির্বাচনে দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসবমুখর ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিবে। আদর্শবিহীন রাজনীতি অন্ধ। মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সেই দলের রাজনীতি ব্যর্থ। রাজনীতিবিদরা ব্যর্থ হলে, দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত হয়। বিগত আওয়ামী সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। দেশে এক ব্যক্তির শাসন চলেছিল। হাসিনা নিজেকে রাষ্ট্র মনে করে রাজা—বাদশা মনে করতো। দেশের জনগণকে গোলাম বানিয়ে রেখেছিল। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজা-প্রজা-গোলামের রাজনীতির অবসান ঘটেছে। ফ্যাসিস্টের কবর রচিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার ভয়াল পরিণতি আমরা দেখেছি। যা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। 

হাসান আহমেদ কিরণ আরো বলেন, হঠাৎ করে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ জনগণকে শঙ্কিত করে তুলছে। আগামী ফেব্রুয়ারিতে কাঙ্খিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ মহাসংকটে পড়বে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার শঙ্কা দেখা দিবে। তাই নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া আবশ্যক। তবে আসন্ন নির্বাচনে ক্ষমতার পালাবদলে যাতে দুর্নীতির পালা বদল না ঘটে সে জন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে।


ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক সাইদুর রহমান, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক জাকির হোসেন লিটন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Friday, September 19, 2025

রাশফোর্ডের জোড়া গোল, নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ে শুরু বার্সেলোনার

রাশফোর্ডের জোড়া গোল, নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ে শুরু বার্সেলোনার

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখালেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। ইংল্যান্ডের মাটিতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে টানা দুই গোল করে বার্সেলোনাকে ২-১ গোলের জয় এনে দেন তিনি।

প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২৫

🕐 ম্যাচের টাইমলাইন

৫৮ মিনিট → জুল কুন্দের নিখুঁত ক্রস থেকে হেড করে গোল করেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনা ১-০ তে এগিয়ে যায়।

৬৭ মিনিট → দূরপাল্লার এক দুর্দান্ত শটে আবারো গোল করেন রাশফোর্ড। বল ক্রসবারে লেগে জালে ঢোকে। স্কোরলাইন ২-০।

৯০+ মিনিট (স্টপেজ টাইম) → জেকব মারফির সুন্দর ক্রস থেকে হেডে গোল করেন অ্যান্থনি গর্ডন। ব্যবধান কমে দাঁড়ায় ২-১। তবে সমতা ফেরাতে ব্যর্থ হয় নিউক্যাসল।

🏆 ম্যাচের ফলাফল

নিউক্যাসল ইউনাইটেড ১–২ বার্সেলোনা

বার্সেলোনার পক্ষে: মার্কাস রাশফোর্ড (৫৮’, ৬৭’)

নিউক্যাসলের পক্ষে: অ্যান্থনি গর্ডন (৯০+’)


সারসংক্ষেপ

দ্বিতীয়ার্ধে রাশফোর্ডের টানা দুই গোলেই জয় নিশ্চিত করে বার্সেলোনা। শেষ দিকে নিউক্যাসল এক গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি। এই জয়ের মাধ্যমে উড়ন্ত সূচনা করল কাতালান ক্লাব, আর ম্যাচসেরা পারফরম্যান্সে আবারও প্রমাণ করলেন রাশফোর্ড— বড় মঞ্চেই তিনি সেরা।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : এহসানুল হুদা

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : এহসানুল হুদা

 

 প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম|অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর উপজেলায় বিক্ষোভ মিছিলে অংশ নেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।


বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। 

তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর উপজেলা সদরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সৈয়দ এহসানুল হুদা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় এ নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে, তারা দেশের স্বার্থে নয়, অন্য স্বার্থে কাজ করছে। জনগণ তাদের সেই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেবে এ দেশের মানুষ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্যকোনো দেশ— সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাও’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন। মিছিল শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেন।

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, জনগণ চায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা গণতন্ত্রের পথে বিশ্বাসী। তাই আমরা চাই প্রতিটি দল নির্বাচনে অংশ নিক এবং জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রকারীর মুখে হাসি ফুটতে দেওয়া হবে না। দেশের মানুষ সজাগ আছে, তারা যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে। সমাবেশে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।



এনসিপি নেতা শিরীন আক্তার শেলী সাময়িক অব্যাহতি

এনসিপি নেতা শিরীন আক্তার শেলী সাময়িক অব্যাহতি

 ঢাকা গেট নিউজ ডেস্ক:

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।


সোমবার (১৫ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৪ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

অব্যাহতিপত্রে বলা হয়, নোটিশ প্রদানের পরও তার বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ পাওয়া গেছে। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যাখ্যা জমা দেওয়ার সময়সীমা শেষ হলেও তিনি তা দিয়েছেন কি না নিশ্চিত হওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এনসিপি। গত মার্চে দলটির উত্তরাঞ্চলের সংগঠকের পদ পান তিনি।