জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দে অতীতের তুলনায় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম ফায়েজ।
গতকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ফায়েজ বলেন, “বর্তমান সময়ে সরকার নানা সংকট মোকাবিলা করছে। তার পরও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সংগ্রামের কথা আমরা জানি এবং তাদের কষ্ট বোঝার চেষ্টা করি।”
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জগন্নাথ শিক্ষার্থীদের অবদান স্মরণ করে তিনি বলেন, “তখন এটি কলেজ থাকাকালীনও এর অনেক গৌরব ছিল। শিক্ষার্থীদের ভূমিকা তখনও এবং এখনো স্মরণীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা হলবিহীন অবস্থায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এগিয়ে চলছে। আমরা আশা করি, ইউজিসি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। সভাপতি ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহতাব লিমন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 coment rios: