ঢাকা: ওয়ান ইলেভেনের মতো আবারও বিএনপিকে মিডিয়াট্রাইলের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের শক্তির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এখান থেকে উত্তরণের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান।
১৭ মে সোমবা রাজশাহী গুলশানের একটি হোটেলে অনলাইন এ্যাক্টিভিস্টদের সন্মানার্থে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন অভিযোগ করেন তিনি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন , বিএনপির জনসমর্থন কমাতে প্রতিনিয়ত মিডিয়া ট্রাইলের সম্মুখীন করা হচ্ছে।
স্বৈরাচার বিদায় হলো এখনো জনগণের কাছে জবাবদিহিতা মূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে তিনি বলেন আগামীতে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার দিকনির্দেশনা ৩১ দফায় স্পষ্ট করেছে বিএনপি।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো চক্রান্ত চলছে। সেখান থেকে উত্তরণে অনলাইন এক্টিভিটিসদের নতুন যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি।
এদিকে কাকরাইল ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনিস্টিউটে ইফতার মাহফিলে স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচনের প্রত্যাশা করে বিএনপি।
0 coment rios: