লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ৩১তম ব্যাচের মৌমিতা জিন্নাত। লন্ডনে
এই পদে গত চার বছর যাবত কর্মরত আছেন তিনি।
গত অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় বদলীর অর্ডার হয় তার। তবে জিন্নাত তার বদলীর আদেশ বাতিল করার জন্য সরকারের এক উপদেষ্টার দ্বারস্থ হন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ব্রিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন জিন্নাতের বদলীর আদেশ বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির করেন।
লন্ডন হাইকমিশনের একটি সূত্র জানায়, উপদেষ্টা সাখাওয়াত হোসেন লন্ডন সফরকালে তার প্রটোকলের দায়িত্ব ছিলেন এই মৌমিতা। সেসময় উপদেষ্টা জিন্নাতের আথিয়তায় খুশি হয়েই নাকি লন্ডনে থাকাকালে সরকারের দায়িত্বশীল উপদেষ্টা ওই কূটনীতিককে লন্ডন হাইকমিশনে আরও কিছুদিন রেখে দিতে ফোনে তদবির করেন। সম্মেলন শেষে দেশে ফিরে ফের ফোনে এবং পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সশরীরে হাজির হয়ে ওই নারী কূটনীতিকের জন্য তদবির করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্র বলছে, উপদেষ্টার তদবিরের ভরসায় ওই নারী কূটনীতিক সদরদপ্তর ঢাকাকে জানান যে, যুক্তরাজ্যের পরবর্তী নির্বাচন অবধি লন্ডন হাইকমিশনে তার থাকাটা জরুরি। অন্তরবর্তী সরকারের একজন উপদেষ্টা হয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অযৌক্তিক তদবির করায় সংশ্লিষ্ট কর্মকর্তা বিব্রত বোধ করেন বলে জানায় সূত্র।
0 coment rios: