ঢাকা: ছাত্র উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবেনা। অবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবী করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
১৮ মে মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরের নিজস্ব কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে জরুরী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ছাত্র উপদেষ্টারা ১৫ দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন রাশেদ খান। এমনকি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে৷
এছাড়া, তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে মিথ্যাচার বলে দাবী করেন তিনি। কি উদ্দেশ্যে এ বক্তব্য দেয়া হয়েছে, তা জানতে মার্কিন এম্বাসেডরকে অতি দ্রুত তলব করার আহবানও জানান রাশেদ খান।