ঢাকা: ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই, নুডলস সহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের হিড়িক লেগেছে। আর এসব প্রতিরোধে অভিযানে নেমেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। ভেজাল খাবার উৎপাদন করায় রাজধানীর কামরাঙ্গীচরে ২টি ও কেরানীগঞ্জের ১টি কারখানাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার ১৮ মে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচরের খালপাড় এলাকার সেমাই কারখানায় অভিযান চালায় র্যাব। যাতে দেখা যায় খাদ্য উৎপাদনের বেহাল দশা। মেঝেতে ফেলা রাখা হয়েছে সেমাই।
এর আগে আরও একটি সেমাই কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। ধুলোবালি আর মাকড়সার আবাসস্থল যেনো কারখানাটির মধ্যে, যা অস্বাস্থ্যকর। পরিবেশ ঠিক না থাকায় সেটিকেও করা হয় জরিমানা। যা অকপটে স্বীকার করেন কারখানাটির ম্যানেজারও।
পরে র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালায় কেরানীগঞ্জের ইসলামনগরের একটি কারখানায়। যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিলো নুডলস সহ আর কিছু খাবার। পণ্যের বক্সে বিএসটিআইয়ের লোগো থাকলেও, প্রকৃতপক্ষে ছিলো না অনুমোদন।
র্যাব-২ এর উপ অধিনায়ক জানান, অনিয়ম পাওয়ায় ৩টি কারখানাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঈদকে সামনে রেখে খাদ্যে ভেজাল বিরোধী এ অভিযান চলবে বলে জানায় র্যাব।