মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালিত এক অভিযানে ১৬৫ জন বাংলাদেশি সহ মোট ৫০৬ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। এই অভিযানটি কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় পরিচালিত হয়। অভিযানে ১৮৫ জন ইমিগ্রেশন অফিসার অংশ নেন এবং জাতীয় নিবন্ধন বিভাগের সহায়তায় এটি পরিচালিত হয়।
অভিযানে মোট ৮৯৫ জনের ডকুমেন্টস পরীক্ষা করা হয়, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসীকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবান জানান, অভিযানের সময় কিছু বিদেশি নাগরিক ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা এবং অচেনা কার্ডধারী হওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ আই/এম.আর