ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) তেজগাঁও বিভাগের উদ্যোগে চুরি ও ছিনতাই হওয়া ২৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোন তুলে দেন।
তেজগাঁও বিভাগের ছয় থানার পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে মোবাইলগুলো উদ্ধার করেছে। শেরেবাংলা নগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা পুলিশ ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল ৩২টি, আদাবর থানা ৩২টি এবং তেজগাঁও থানা ৩০টি মোবাইল উদ্ধার করেছে।
ডিসি ইবনে মিজান জানান, একটি বিশেষ টিম গঠন করে হারানো মোবাইল উদ্ধারের কাজ করা হয় এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গত কয়েক মাসে প্রায় ২৫০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
এদিকে, ছিনতাই প্রতিরোধে তিন মাসে ৮০০-এর বেশি ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে, ব্লক রেইডসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
এ আই/এম.আর