ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫
চাকরিপ্রত্যাশীদের টানা আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৮ মে থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে পিএসসির এক প্রতিনিধি আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের কাছে এই ঘোষণা দেন। এর আগে, পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে চাকরিপ্রত্যাশীরা সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পিএসসি সংস্কারের দাবিতে ৮০ ঘণ্টার অনশন ভাঙেন শিক্ষার্থীরা। উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ.আই/এম.আর