রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় টেক্সটাইল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বনানী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ আই/এম.আর