ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোরবেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। স্থানীয়দের মতে, মিছিলটি শুরু হয় ভোরের আলো ফুটতেই। মিছিলকারীরা শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়, যেমন 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'শেখ হাসিনার সরকার, বারবার দরকার', এবং 'শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে'। মিছিলকারীদের অধিকাংশই মুখে মাস্ক পরা ছিলেন।
এই মিছিলটি গত বছরের ৫ আগস্টের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রথম কর্মসূচি হিসেবে চিহ্নিত হয়েছে। তবে মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এবং মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। ইতিমধ্যে এই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানিয়েছেন, ভোরের দিকে রাস্তাঘাট ফাঁকা থাকায় মিছিলটি দ্রুত সম্পন্ন হয়। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর রয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জানিয়েছেন, ভিডিও ফুটেজ ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ আই/এম.আর