সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে বিশেষ অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত রুপার বাজার মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়, যেখানে উল্লেখিত পরিমাণ রুপা পাওয়া যায়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দকৃত রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়াও, বিজিবি সাতক্ষীরা ও কলারোয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও সাবানসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।
এ আই/এম.আর