Wednesday, April 23, 2025

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানি, ব্যয় ৫৯৮ কোটি টাকা

  

ঢাকা: দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরকার আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রা.লি.-এর কাছ থেকে এই এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৯৮ কোটি ৩০ লাখ টাকা।  

মঙ্গলবার (২২ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে জানা যায়, পেট্রোবাংলা চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করলে ৫টি প্রতিষ্ঠান আবেদন করে, যার মধ্যে ৪টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।  

এছাড়া, ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে, যার জন্য অতিরিক্ত ১ কোটি ৩ লাখ টাকা ব্যয় হবে।

এ আই/এম.আর



Additionally, the meeting also approved an increase in expenses for the ‘Installation of Single Point Mooring with Double Pipeline’ project. The consultancy firm, ILF Consulting Engineers, UAE, will receive an additional Tk 1.03 crore ($858,762) to accommodate project variations.  


এই প্রতিবেদনগুলো সংক্ষেপিত ও মূল খবরের ভিত্তিতে তৈরি। আপনি চাইলে আরও নির্দিষ্ট তথ্য সংযোজন করতে পারেন।  

আপনার প্রতিবেদনের জন্য অন্য কোনো দিক তুলে ধরতে চাইলে আমাকে জানান!


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.

Banner Ads

ad728