তিব্বত নিয়ে ‘‘খারাপ আচরণ’’ করার অভিযোগে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে বিদেশিদের প্রবেশাধিকারের নীতিমালা নির্ধারণে কাজ করা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র সম্প্রতি অতিরিক্ত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই পরিপ্রেক্ষিতে চীনা মুখপাত্র লিন জিয়ান বলেছেন, তিব্বত চীনের ‘‘অভ্যন্তরীণ বিষয়’’ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং সম্পর্কের মৌলিক নীতিগুলোর গুরুতর লঙ্ঘন।
যদিও বিদেশি পর্যটকরা অনুমতি সাপেক্ষে তিব্বতের অঞ্চলগুলো পরিদর্শন করতে পারেন, তবে সেখানে সাংবাদিক এবং কূটনীতিকদের জন্য স্থানীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি প্রয়োজন।
লিন বলেন, ‘‘তিব্বতে সফর, ভ্রমণ এবং ব্যবসা করতে আসা বিদেশি বন্ধুদের স্বাগত জানায় চীন। তবে তথাকথিত মানবাধিকার কিংবা ধর্ম-সংস্কৃতির অজুহাতে অন্য কোনো দেশের হস্তক্ষেপকে চীন সমর্থন করে না।’’
উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে চীনের অধীনে থাকা তিব্বত নিয়ে চীন ও ভারতের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। গত বছর সংঘর্ষে উভয় দেশের সেনারা ব্যাপক হতাহত হয়েছিলেন।