চীন সরকার বাংলাদেশে ১ হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণে অর্থায়ন করতে সম্মত হয়েছে। রংপুরে এই হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। রোববার (১৩ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, তিস্তা প্রকল্পের আশেপাশে হাসপাতালের জন্য জায়গা খোঁজা হচ্ছে। এই হাসপাতালটি চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হবে।
এছাড়া, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আহতদের প্রত্যেকের নামে স্বাস্থ্য কার্ড তৈরি করা হচ্ছে এবং তাদের আজীবন বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। ইতোমধ্যে ৪০ জন আহতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, যার মধ্যে ২৬ জন চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আরও ৮ জনকে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাটাবেজ অনুযায়ী, জুলাই-আগস্ট মাসে শহীদ হয়েছেন ৮৬৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি।
এ আই/এম.আর