বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) ঘোষণা করেছে যে, এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা ১০ এমবিপিএস গতির পরিষেবা পাবেন, যা আগে ছিল ৫ এমবিপিএস। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
তবে, গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে 'প্রতারণা' হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দেশের ইন্টারনেটের ব্যান্ডউইথ খরচ অনেক বেশি এবং ১০ এমবিপিএস গতির নির্ধারণ গ্রাহকদের জন্য অযৌক্তিক। তিনি সর্বনিম্ন ২০ এমবিপিএস এবং সর্বোচ্চ ১০০ এমবিপিএস গতি নির্ধারণের দাবি জানান।
এ আই/এম.আর