ঢাকা: ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান বুধবার (২৩ এপ্রিল) ভাটারা ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।
এছাড়া, বাড্ডা থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দুই দিনের, যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে এক দিনের এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি ইউনিটের নেতা তানভীর হাসান সৈকতকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বিচারকের আদেশের পর তাদেরকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা জানান, এই রিমান্ড চলাকালে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে।
এছাড়া, যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি ও ভাটারা থানার বিভিন্ন মামলায় নতুন করে আরও ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে, যার মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহমেদ।
আদালতে শুনানির সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আসামিদের পক্ষে আইনজীবীরা বলেন, জুলাই-আগস্টের ছাত্রজনতা হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই।
এ আই/এম.আর