জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে বর্ধিত সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না। প্রয়োজনে সবাই একসাথে জেলে যাব।
জি এম কাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এবং সামনে আরও খারাপ হবে। সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট টাকা নেই। তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, তা না হলে বর্তমান সরকারের মতো ভবিষ্যতেও একই পরিস্থিতি হবে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু মানুষ জাতীয় পার্টিকে হেনস্তা করতে অপপ্রচার ও দুর্নাম করছে। তিনি বলেন, এখনই সেই দুর্নাম ঘোচানোর সময়। সুবিধাবাদী কেউ দলের নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ করতে পারবে তারাই দলের ভবিষ্যৎ।
এ আই/এম.আর