ভারতের হরিয়ানা রাজ্যের ভিওয়ানি শহরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউটিউবার রবিনা এবং তার প্রেমিক সুরেশের মধ্যকার সম্পর্ক নিয়ে স্বামী প্রবীণের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিলো দ্বন্দ্ব। পারিবারিক অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে ২৫ মার্চ রাতে এই দুঃসাহসী অপরাধ সংঘটিত হয়।
প্রবীণ তার স্ত্রী রবিনাকে প্রেমিক সুরেশের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। এরপর রাগের বসে রবিনা স্বামী প্রবীণের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর মৃতদেহ গোপন করতে তারা শহরের রাস্তায় বাইকে করে মরদেহ নিয়ে ঘুরতে থাকেন এবং শেষ পর্যন্ত এক নালায় ফেলে দেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়। ২৬ মার্চ রাতে ধারণ করা ফুটেজে দেখা যায়, প্রথমে বাইকে তিনজন থাকলেও ফিরে আসার সময় মাত্র দু’জন ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে রবিনা এবং সুরেশ অপরাধের দায় স্বীকার করেন।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ দেখে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিনার ব্যক্তিগত জীবন এবং তার ইউটিউব ক্যারিয়ার নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এ আই/এম.আর