পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার চারুকলা অনুষদ প্রাঙ্গণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার বিশাল আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকাল ৯টায় শুরু হয়ে ১০টা ৩০ মিনিটে চারুকলার সামনেই শেষ হয়। শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশাচালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। এর পাশাপাশি হাজারো মানুষের ঢলে মুখর ছিল পুরো আয়োজন। রঙিন মুখোশ, প্ল্যাকার্ড, ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি আরো উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শোভাযাত্রায় ব্যবহৃত হয় ফিলিস্তিনের পতাকা এবং তরমুজের মোটিফ। এছাড়া, শোভাযাত্রায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’সহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।
এ আই/এম.আর