ঢাকা: রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী দিনাজপুর থেকে ১১ লাখ টাকা নিয়ে ঢাকায় যাওয়ার পথে প্রতারণার শিকার হন।
অভিযুক্তরা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে এবং পরে দলবেঁধে ধর্ষণ করে।
পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারীর স্বামী জানান, তার স্ত্রী তাকে ফোনে ঘটনার কথা জানানোর পর তিনি ঘটনাস্থলে এসে স্ত্রী ও সন্তানকে উদ্ধার করেন। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানায়, অভিযুক্তরা ভুক্তভোগীকে ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার জালে ফেলে।
এ আই/এম.আর