আন্তর্জাতিক: ভারত-বাংলাদেশ সীমান্তে মুহুরী নদীর ধারে বাংলাদেশের নির্মিত নতুন বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই প্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের সরকার বেলোনিয়া সীমান্ত শহরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টে। তিনি বেলোনিয়া শহর ও আশপাশের সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
কিরণ গিট্টে জানান, দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া ও আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত ও নির্মাণের কাজ শেষ হবে বলে তিনি জানান।
এনডিটিভি জানায়, বাংলাদেশের নির্মিত নতুন বাঁধ বর্ষা মৌসুমে ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে জলাবদ্ধতা বা বন্যার আশঙ্কা সৃষ্টি করতে পারে।
এ আই/এম.আর