অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা আরও তীব্র হয়েছে। গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের পাশাপাশি ২১৯ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সর্বশেষ মৃত্যুর ঘটনায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে। এছাড়া হামলায় আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭২৪ জন।
চলতি বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যা ফিলিস্তিনিদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছিল। তারা আশাবাদী ছিলেন যে হয়ত তাদের দুর্ভোগ কমবে। কিন্তু ইসরায়েল ১৮ মার্চ রাত থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা শুরু করে।
মাত্র দুই দিনের মধ্যে ১ হাজার ৭৮৩ জন নতুন করে নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। যদিও হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে, তবে গত সপ্তাহ থেকে এই আলোচনা থমকে আছে। এদিকে, প্রতিদিনই গাজায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
এ আই/এম.আর