ঢাকা: বাংলাদেশ সরকার ও কোরিয়ার মধ্যে একটি সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে কোরিয়া সরকার ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে।
এই ঋণ "গ্লোবাল সামুদ্রিক বিপদ সংকেত ও নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত নৌচালনা ব্যবস্থা স্থাপন" শীর্ষক প্রকল্পের আওতায় প্রদান করা হচ্ছে।
চুক্তিটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ও কোরিয়ার এক্সিম ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত সচিব মিজ মিরানা মাহরুখ ও কোরিয়ার পক্ষ থেকে মি. কিম কিসাঙ্গ স্বাক্ষর করেন।
এই প্রকল্পটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে।
প্রকল্পের লক্ষ্য হলো উপকূলীয় এলাকায় ৭টি লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন, ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার তৈরি করা, চলমান জাহাজগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং বিদ্যমান লাইটহাউজ আধুনিকীকরণ করা।
এ আই/এম.আর