মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় ‘বরিশাল এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। গত ১৭ এপ্রিল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের উপর বাসটি দ্রুতগতিতে সামনে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়, যা পরবর্তীতে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।
দুর্ঘটনার পর বাসচালক ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং পেছনে থাকা পুলিশের গাড়ি দেখে আরও বেপরোয়া হয়ে ওঠেন। ফলে বাসটি প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত চালিয়ে নিয়ে যান, এরপর এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে বাসের ছাদ সম্পূর্ণভাবে উড়ে যায়। এতে বাসে থাকা ৮ জন যাত্রী আহত হন।
ঘটনার পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সংস্থাটি বাসের মালিককে প্রয়োজনীয় নথিসহ ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দিয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে শুনানি করতে বলেছে।
এ আই/এম.আর