ঢাকা: রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি ইসলামবাগ বড় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আব্দুল্লাহ দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফিরে তার মাকে জানান যে তিনি ঈদে সালামির টাকা গুনবেন এবং চেয়েছিলেন যেন কেউ তার রুমে না আসেন।
তার মা প্রথমে আপত্তি করলেও পরে রাজি হন। অনেকক্ষণ ধরে দরজা বন্ধ থাকায় তার মা ডাকাডাকি করতে শুরু করেন। সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান, আব্দুল্লাহ ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলে আছেন।
পরিবারের লোকজন তৎক্ষণাৎ দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বাবা আব্দুর রহমান জানান, আব্দুল্লাহ হেফজ শেষ করে এখন কিতাব খানায় পড়াশোনা করছিলেন। তিনি সাধারণত রাতে বাসায় থাকতেন, তবে আগের রাতে মাদ্রাসায় ছিলেন। কেন এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে পরিবার এখনো হতবাক।
চকবাজার থানার পুলিশ এবং ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। হাসপাতালের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্তের জন্য স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।
এ আই/এম.আর