গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকার একটি ফ্ল্যাটে দুই শিশু মালিহা আক্তার (৬) এবং আবদুল্লাহ (৪)-এর নির্মম হত্যাকাণ্ডে তাদের মা সালেহা বেগমকে অভিযুক্ত করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় ফ্ল্যাটে সালেহা বেগম ছাড়া আর কেউ প্রবেশ করেনি। তার হাতে কাটা দাগ এবং কথাবার্তায় অসংলগ্নতা দেখে সন্দেহ বাড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এ আই/এম.আর