ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফলতি এবং পরীক্ষার হলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রবেশের অভিযোগে সাতজন শিক্ষক এবং কেন্দ্র সচিবকে বহিষ্কার করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (২১ এপ্রিল) সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ এবং তমাল হোসেন পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন।
এ ঘটনায় তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের নুপুর মল্লিক এবং রাশিদা বেগমকেও বহিষ্কার করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বে গাফিলতির কারণে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্র-২ এর সচিব এসএম রফিকুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। নতুন কেন্দ্র সচিব হিসেবে মনোয়ারা আক্তারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাভার উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী জানিয়েছেন, পরীক্ষার হলে দায়িত্ব পালনে গাফলতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার উল্লেখ করেন, পরীক্ষার হলে খাতা নকল করার ঘটনায় শিক্ষকদের সমর্থন এবং দায়িত্বে অবহেলা ছিলো। পরে কেন্দ্র সচিবকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ আই/এম.আর