টাঙ্গাইল, ২৬ এপ্রিল ২০২৫: টাঙ্গাইলের সখীপুরে এক হৃদয়বিদারক ঘটনায় বিয়ের মাত্র দুই দিন পর রিয়া আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে, এবং পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়া আক্তার কালীদাস ঠকানিয়াপাড়ার বাসিন্দা ও সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) স্ত্রী ছিলেন। প্রায় ছয় মাস আগে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়ার সঙ্গে নীরবের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নীরব সৌদি আরবে থাকাকালীন রিয়া তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। গত ১৬ এপ্রিল নীরব দেশে ফিরে রিয়ার বাড়িতে ওঠেন এবং ২৩ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তারা সখীপুরে ফিরে আসেন। শুক্রবার বিকেলে রিয়া তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বেড়া কেটে ঘরে ঢুকে তারা রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর শনিবার বিকেল ৩টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে, এবং অনেকেই এই দম্পতির বিয়ের এত অল্প সময়ের মধ্যে এমন দুঃখজনক ঘটনার কারণ নিয়ে প্রশ্ন তুলছেন।
এ.আই/এম.আর