পাবনা জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আদালতের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীতে সংঘটিত নাশকতার একটি মামলার শুনানি চলছিল। সেই মামলায় হাজিরা দিতে এসেছিলেন অভিযুক্তরা। হাজিরা চলাকালে তারা আদালতের ভেতরে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এ সময় পুলিশ সদস্য শাহ আলম তাদের বাধা দিলে, ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারধর করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা পাবনার বিভিন্ন এলাকার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। তাদের মধ্যে আওয়াল কবির, সরোয়ার জাহান শিশির, কালাম খান, রুবেল হোসেন, সবুজ হোসেন এবং জহুরুল ইসলাম রয়েছেন।
কোর্ট ইন্সপেক্টর রাশেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার জানান, যদি বিএনপির কেউ সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ আই/এম.আর