চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর প্রধান সড়কে অবৈধভাবে চলাচল করা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। গত দুই দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে।
সিএমপির দাবি, ব্যাটারিচালিত রিকশার চালকেরা প্রয়োজনীয় বিধিনিষেধ না মানায় এবং অনেক ক্ষেত্রেই ব্রেকিং সিস্টেম ছাড়াই সড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে অদক্ষ চালক এবং শিশুদের রিকশা চালানোর প্রবণতা উদ্বেগজনক।
গত শুক্রবার কাপাসগোলা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ছয় মাস বয়সি এক শিশু মারা যাওয়ার পর পুলিশ অভিযান জোরদার করে। নগরীর চান্দগাঁও, বাকলিয়া, বায়েজিদ, খুলশী, কোতোয়ালী, পাহাড়তলী ও আকবরশাহ থানাসহ বিভিন্ন এলাকায় জোরালো অভিযান চালানো হচ্ছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম জানান, হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল অবৈধ ঘোষিত হয়েছে। তবে পর্যাপ্ত সংরক্ষণের জায়গার অভাবে বেশিরভাগ রিকশাকে জরিমানা করে ছেড়ে দিতে হচ্ছে। চালকদের পক্ষ থেকে নিয়মিত অনুমোদনের দাবি উঠলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি।
এ.আই/এম.আর