ঢাকা: রাজধানীর আজিমপুরে অবস্থিত ইডেন মহিলা কলেজের ছাত্রীরা কলেজ প্রশাসনের নতুন আবাসিক হল নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা প্রশাসনের ২৭টি নতুন নিয়মের সংশোধনের দাবি জানান।
কলেজ প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন রাত ৯টার মধ্যে ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে এবং সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলে হাজিরা দিতে হবে। ছাত্রীরা এই নিয়ম সংশোধন করে রাত ১০টা পর্যন্ত ফটক খোলা রাখার দাবি জানিয়েছেন।
এছাড়া, নতুন নীতিমালায় কক্ষে কোনো ইলেকট্রনিক সামগ্রী রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হিটার, রাইস কুকার, হেয়ার স্ট্রেইটনার, ইলেকট্রনিক কেটলি, রুম হিটার, এয়ার কুলার, ফ্রিজার ইত্যাদি পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং জরিমানা ধার্য করা হবে। জরিমানার পরিমাণ ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীরা ক্যাম্পাসে সাশ্রয়ী মূল্যের লন্ড্রি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন, যাতে ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের প্রয়োজনীয়তা কমে আসে।
মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার মেয়াদ তিন মাস অতিক্রম করলে ৫০% ফি এবং পাঁচ মাসের বেশি হলে সম্পূর্ণ ফি পরিশোধের নিয়মের বিরোধিতা।
হোস্টেল ছুটির নিয়ম সংশোধন করে দুই ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে হল খোলা রাখার দাবি।
ডাইনিংয়ে বাধ্যতামূলক খাবার গ্রহণের নিয়ম পরিবর্তন করে খাবারের মান শতভাগ নিশ্চিত করার দাবি।
রাতে অসুস্থ হলে অভিভাবকের উপস্থিতিতে চিকিৎসার নিয়ম পরিবর্তন করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার অনুমতি।
মূল্যবান সামগ্রী ও ইলেকট্রনিক ডিভাইস রাখার নিষেধাজ্ঞা বাতিল করে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দাবি।
এখন পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন তাদের মতামত বিবেচনা করে নীতিমালার সংশোধন করে।
এ আই/এম.আর