ইন্টারন্যাশনাল ডেস্ক: কাতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগের পরিকল্পনা করেছে কাতার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের আর্থনা সামিট চলাকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশি সেনাসদস্যরা কর্মরত রয়েছেন, এবং কাতারও নিয়মিতভাবে বাংলাদেশ থেকে সেনাসদস্য নিয়োগ করতে আগ্রহী। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে নিয়োগ দেওয়া হবে, তবে এই সংখ্যা আরও বাড়ানোর প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
আগামী দুই মাসের মধ্যে প্রথম দফায় সেনাসদস্য পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহায় সফররত আছেন ।
এ আই/এম.আর