বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম বেড়ে যাওয়াটা দুঃখজনক। তবে চিকন চাল, বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট, বোরো মৌসুমের চাল থেকেই আসে। এ বছর আবহাওয়া, বিদ্যুৎ এবং সারের সরবরাহ ভালো থাকায় ফসলেও বরকত আসবে বলে তিনি মনে করেন। নতুন ধান উঠলে বাজারে স্বস্তি ফিরবে।
এ আই/এম.আর