টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ১০ এপ্রিল উপজেলার নারান্দিয়া তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে (ভোকেশনাল) পরীক্ষার সময় শিক্ষার্থীদের বই দেখে উত্তর লিখতে দেখা যায়। বিষয়টি জানার পর প্রশাসন তদন্ত শুরু করেছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।