ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না দেওয়ায় গরু ফার্মের ম্যানেজার আলম শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে চাঁদাবাজরা। রোববার সন্ধ্যায় পার কাঁচেরকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে ফার্মের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। মালিক দেশের বাইরে থাকায় ক্ষুব্ধ হয়ে তারা ম্যানেজারের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ আই/এম.আর