ময়মনসিংহে একই সংবাদ এবং একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।
১৬ এপ্রিল ২০২৫ তারিখে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের উদ্দেশ্যে **স্মারক নং-০৫.৪৫.৬১০০,০০৫,২৭.০০১.২৪-১০** মূলে এই নোটিশ জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, **৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল** একই সংবাদ, একই শিরোনামে প্রকাশ করা হয়েছে, যা প্রশাসনের নজরে এসেছে।
নোটিশপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকদের পাঁচ কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ধারাবাহিকভাবে একই সংবাদ প্রকাশের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
##### **প্রকাশিত সংবাদপত্রের তালিকা**
নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলো হলো—
- দৈনিক আজকের ময়মনসিংহ (সম্পাদক: মো. শামসুল আলম খান)
- দৈনিক দেশের খবর (সম্পাদক: এফ এম এ ছালাম)
- দৈনিক বিশ্বের মুখপত্র (সম্পাদক: এন বি এম ইব্রাহীম খলিল রহিম)
- দৈনিক ঈশিকা (সম্পাদক: মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার)
- দৈনিক অদম্য বাংলা (সম্পাদক: নাসির উদ্দিন আহমেদ)
- দৈনিক সবুজ (সম্পাদক: মো. আফসর উদ্দিন)
- দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা (সম্পাদক: আ ন ম ফারুক)
- দৈনিক জাহান (প্রকাশক: শেখ মেহেদী হাসান নাদিম)
- দৈনিক কৃষাণের দেশ (সম্পাদক: ওমর ফারুক)
- দৈনিক নিউ টাইমস (সম্পাদক: এম এ মতিন)
- হ্রদয়ে বাংলাদেশ (সম্পাদক: ফরিদা ইয়াসমীন রত্না)
- সাপ্তাহিক পরিধি (সম্পাদক: অ্যাডভোকেট বিকাশ রায়)
এই নোটিশের অনুলিপি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
এ আই/এম.আর