খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছে।
আন্দোলনের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষ তীব্র গরমে বিপাকে পড়েন। পরে পুলিশের অনুরোধ এবং জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে সড়কের এক পাশে সমাবেশ করেন।
এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সকাল থেকে ক্লাস বর্জন করেন, ফলে অধিকাংশ বিভাগে পাঠদান বন্ধ থাকে।
নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ১২টায় খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা কুয়েট শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে অভিহিত করে উপাচার্যের পদত্যাগের দাবি জানান।
এ আই/এম.আর