পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন,রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় বাধা। বাংলাদেশ তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না, আবার এড়িয়ে যাওয়াও সম্ভব নয়।
তিনি ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান করা জরুরি। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের ৮০% সমস্যা দেশ থেকেই তৈরি হয়, যা পরে দূতাবাসকে সামলাতে হয়। প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে কর্মী পাঠানো হলে এই সমস্যা কমবে।
রেমিটেন্স প্রসঙ্গে তিনি বলেন, ১৯৮০-এর দশকে রপ্তানি ছিল ১ বিলিয়ন ডলার, যা বর্তমানে ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক কোটি প্রবাসী দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, যেখানে দূতাবাসের ভূমিকা রয়েছে।
এ আই/এম.আর