বগুড়া: বগুড়ায় বিচারক, ডাক্তার এবং সিআইডি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিখন মিয়া (৩৩), মো. রানা মিয়া (৩০) এবং মো. সুমন মিয়া (২৮)।
জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিচারক, চিকিৎসা সনদ প্রদানকারী ডাক্তার এবং সিআইডি কর্মকর্তার পরিচয়ে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতারকরা একটি খুনের মামলার বাদীকে টার্গেট করে লাশ উত্তোলনের জন্য আদালতের আদেশ এবং পোস্টমর্টেমের ফি বাবদ টাকা দাবি করে। তারা বাদীর কাছ থেকে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। দরিদ্র বাদী গরু, ছাগল, হাঁস-মুরগি বিক্রি করে এবং জমি বন্ধক রেখে এই টাকা দেন।
তদন্তের পর বগুড়ার সিআইডি টিম তিন ভাইকে গ্রেপ্তার করে। ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
এ.আই/এম.আর