ভোলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ভোলা সদর ও লালমোহন উপজেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামের মো. জুনায়েদ (৭) ও মো. শাহেদ (৮), এবং ভোলা সদর উপজেলার বাঘার হাওলা গ্রামের সাফওয়াদ (৪)। পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং অপমৃত্যুর মামলা করা হবে।
এ আই/এম.আর