গোপালগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৫ হাজার টাকা এবং গাঁজা পরিমাপের ডিজিটাল নিক্তিসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সদর উপজেলার বড় গোপীনাথপুর গ্রাম এবং নখড়ির চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন সোনিয়া বেগম (৩৬) বড় গোপীনাথপুর গ্রামের কামরুল শরীফের স্ত্রী এবং মো. ওবায়দুল (৩৩), নখড়ির চর গ্রামের মৃত হালিম শেখের ছেলে।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম বড় গোপীনাথপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানের খবর পেয়ে কামরুল শরীফ পালিয়ে গেলেও তার স্ত্রী সোনিয়া বেগম কে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। ইতোমধ্যে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কামরুল শরীফের বিরুদ্ধে একাধিক মাদক মামল রয়েছে।
অন্যদিকে, সকালে নখড়ির চর গ্রামে অভিযান চালিয়ে ওবায়দুল কে ১ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৫ হাজার টাকা এবং গাঁজা পরিমাপের ডিজিটাল নিক্তিসহ গ্রেফতার করা হয়েছে।
এ আই/এম.আর