ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে, যা বিদ্রোহীদের শক্তি দুর্বল করেছে বলে দাবি করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্চ মাস থেকে শুরু হওয়া হামলায় হুতিদের সামরিক সক্ষমতা কমেছে, এবং ১২৩ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল সানা, হোদেইদা বন্দর ও সাদা অঞ্চল, যেখানে হুতিরা শক্ত অবস্থান গড়ে তুলেছিল।
ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পরিকল্পনা হলো হোদেইদা বন্দর দখল করা, যা হুতিদের প্রধান আর্থিক উৎস। এটি হারালে হুতিরা দুর্বল হয়ে পড়বে এবং ইরান থেকে অস্ত্র সরবরাহের পথ, বন্ধ হয়ে যাবে।
এ আই/এম.আর