সৌদি আরবের পুলিশ ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে, যারা বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট ও ভিজিট ভিসা ব্যবহার করেছিলে শুক্রবার জেদ্দার কিং আবদুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র বৈধ হজ ভিসাধারীরাই হজ করার সুযোগ পাবেন। যাদের ভিসায় সমস্যা থাকবে, তাদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
মিসরীয় পর্যটন মন্ত্রণালয়ের সতর্কবার্তা: এই ঘটনার পর মিসরের পর্যটন মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, সরকারি অনুমোদনবিহীন ব্যক্তি বা হজ এজেন্সির ওপর ভরসা না করতে।
হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং সামর্থ্যবান মুসলিমদের জন্য একবার পালন করা ফরজ। চলতি বছর ৪ বা ৫ জুন থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এ আই/এম.আর