জাতীয় :বিশ্বব্যাংকের সাত সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) উখিয়া, কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সকাল ১০টার দিকে তারা ক্যাম্প-২০ এক্সটেনশন ঘুরে দেখেন এবং আশ্রিত রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরে তারা 'সমন্বিত সংক্রমণ রোগ ও চিকিৎসা কেন্দ্র' পরিদর্শন করেন, যেখানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। প্রতিনিধি দল সেবা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পর্যবেক্ষণ করেন।
১১টার দিকে তারা ক্যাম্প-১৮ এর ব্লক ই/এল-১৭ এ 'রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র' পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিল্পীরা ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করে তাদের সংস্কৃতি তুলে ধরেন।
এ আই/এম.আর