খুলনা শহরে কেএফসি ফুড কোর্ট এবং বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সমর্থনে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীদের একটি অংশ শিববাড়ি মোড়ে বাটা শোরুম এবং ময়লাপোতা মোড়ে কেএফসি ফুড কোর্টে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এডিসি আহসান হাবীব আরও জানান, হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ আই/ এম.আর