ঢাকায় অনুষ্ঠিত বহুল আলোচিত বিনিয়োগ সম্মেলনে উঠে এসেছে চমৎকার সাফল্যের গল্প। সম্মেলন থেকে ৩১০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল, বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরা। “আমাদের লক্ষ্য ছিল, বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের ঐতিহ্যবাহী ধারণা ভেঙে নতুন একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা,” বলেন আশিক চৌধুরি।
বিনিয়োগকারীদের সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে, যারা প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন, তারা বিশ্বাস করেন যে, সরাসরি অভিজ্ঞতা ছাড়া দেশের প্রকৃত অবস্থা বোঝা কঠিন। “বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশ হিসেবে চিহ্নিত করা হয়, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না,” তিনি যোগ করেন। বিনিয়োগকারীদের মতে, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করেছে।
এই সম্মেলন আয়োজন করতে সরকারের খরচ হয়েছে মাত্র এক কোটি টাকা। বাকি খরচ ছিল বিভিন্ন অংশীদারদের বহন করা। বিনিয়োগ সম্মেলনটি বিশ্বের উন্নত দেশগুলোর আদলে সাজানো হয়।
বিডা চেয়ারম্যান জোর দিয়ে বলেন যে, এ ধরনের সম্মেলনের সাফল্য শুধু বিনিয়োগ প্রস্তাবের অঙ্ক দিয়েই নয়, বরং বিনিয়োগকারীদের মনোভাব এবং ধারণায় পরিবর্তন এনেছে। তিনি আশা করেন, এই সম্মেলন দীর্ঘমেয়াদে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
এ আই/এম.আর