গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৪ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষকের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে, তাদের তদন্ত প্রতিবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন-ভাতা চালু থাকবে। দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ১৪ ও ২২ জানুয়ারি পৃথক নির্দেশনায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার কথা বলা হয়েছিল। তবে, নির্দেশনা কার্যকর না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
এ আই/ এম.আরল