ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যতটুকু সংস্কার সম্ভব, তা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত এবং বাকি সংস্কার কাজ একটি নির্বাচিত সরকার সম্পন্ন করবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ শিল্পকর্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, ৫ আগস্টের পর দেশে যে মুক্ত গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, তার প্রতিফলন দেখে দেশের জনগণ আশান্বিত।
রিজভী সরকারের উদ্দেশ্যে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, "এ দেশের জনগণ বহুদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে।" তিনি অতীতের রাজনৈতিক নিপীড়নের উদাহরণ তুলে ধরে ন্যায়বিচারের প্রত্যাবর্তনের ওপর জোর দেন।
এ সময় তিনি গণতন্ত্রের সাথে সাংস্কৃতিক বিকাশের গভীর সম্পর্ক নিয়েও আলোচনা করেন। "গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনো সংস্কৃতির বিকাশ সম্ভব নয়," উল্লেখ করে তিনি বলেন, "শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা তখনই সমৃদ্ধ হয় যখন গণতন্ত্রের পরিবেশ থাকে।"
চারুকলার শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, "শিক্ষক-শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।"
এ আই/এম.আর