ঢাকা, ৬ এপ্রিল: ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি নীতিমালা লঙ্ঘন করে ১০৭ জন শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আবু হেনা মোরশেদ জামানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে।
দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রোববার (৬ এপ্রিল) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহান আরা বেগম, গভর্নিং বডির সাবেক সদস্য মো. শহীদুল ইসলাম, গোলাম আশরাফ তালুকদারসহ বেশ কয়েকজন প্রাক্তন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি। দুদকের জনসংযোগ দপ্তর এ বিষয়ে নিশ্চিত করেছে।
এই ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এ আই/এম আর